দিনাজপুরের ফুলবাড়ীর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী পাঁচ ভাইবোনের দুর্দশাময় জীবনযাপনের চিত্র পত্রপত্রিকায় দেখে নিজ অর্থায়নে পাকা বাড়ি বানিয়ে দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইলা শাবরিন এমজেএফ।
গতকাল শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রায় তিন লাখ টাকায় নির্মিত বাড়িটি উদ্বোধনসহ বাড়ির চাবি প্রতিবন্ধী পরিবারের মাঝে তুলে দেন লায়ন সাইলা শাবরিন এমজেএফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ নভেম্বর ফুলবাড়ী পৌরএলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের পাঁচ প্রতিবন্ধী ভাইবোনের দুর্দশাময় জীবনযাপনের চিত্র পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইলা শাবরিন এমজেএফের দৃষ্টিগোচর হলে তিনি ওই পরিবারের কাছে ছুটে আসেন। তাদের সার্বিক খোঁজখবর নেয়াসহ তাদেরকে এক লাখ টাকা প্রদান করে পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন। গতকাল শনিবার প্রতিশ্রুতি রেখে সেই প্রতিবন্ধীদের বাড়িটির উদ্বোধন করা হয়।
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: