
দিনাজপুরের বিরামপুরে গতকাল বুধবার বেসরকারি সংস্থা আস্থা সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (এএসডিও) উদ্যোগে ভালনারেবেল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
.
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির চেয়ারম্যান নাহিদ পারভীন, নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।
এছাড়াও বক্তব্য রাখেন সংস্থাটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শাহাদত আলী মুন্না, কোষাধ্যক্ষ জার্জিনা রহিম, সিনিয়র কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন, বিরামপুরের জ্যেষ্ঠ সাংবাদিক মোহনা টিভি প্রতিনিধি আকরাম হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। #
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: