আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১০ সেপ্টেম্বর সকালে পৌর শহরের শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গন ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল।প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী।.
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রনজিত ধর রণ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জ্যোতির্ময় দে মতি, সুবিনয় মালাকার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।.
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি করুণা বৈদ্য, বাদল দে, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, সহ সাংগঠনিক সম্পাদক নকুল বর্ধন, সদস্য নিশি পাল, পূজা উদযাপন পরিষদের দেওকলস ইউনিয়ন শাখার সভাপতি শশাংঙ্ক বৈদ্য, লামাকাজী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিল্টু দাশ, খাজাঞ্চী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রনজিৎ দাশ রঞ্জু, দৌলতপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুমন কর, বিভিন্ন পূজা কমিটির পক্ষে সজীব দে রাকু, বিজয় বৈদ্য বারিন্দ্র, বিজয় চন্দ্র দে, মিশু ধর, বিষু দেব, অজিত দাশ, বকুল মালাকার, মিন্টু মালাকার, শিল্টু বৈদ্য, গোপাল রঞ্জন গোস্বামী, অজিত বৈদ্য, ভ‚ষণ কর, রিপন দাশ, সুব্রত চন্দ্র দে, অশক বৈদ্য, রতন বৈদ্য, নন্দ লাল সরকার, পবিত্র রঞ্জন দাশ, নন্দ লাল বৈদ্য, সঞ্জিত বৈদ্য, লিটন দে, কাবিন্দ্র দে, অমিত দেব, বিজয় দেব।.
সভার শুরুতে গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, সদস্য বিপ্লব দে ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন।.
সভায় বক্তারা বলেন, উৎসব নয়, সরকারি বিধি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিদের্শনা অনুযায়ী গতবারের ন্যায় এবারও হবে মায়ের পূর্জা অর্চনা। সকল মান্ডবগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় সেদিকে আমাদের সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে সর্বমহলের সহযোগীতার পাশাপাশি প্রত্যেক পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।.
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য জয়ন্ত বৈদ্য, সংগঠক জিতেন্দ্র মোহন চক্রবর্তী, ঝুটন চৌধুরী, দীপক দাশ, শৈলেন বৈদ্য, চন্দন দাশ, সুরঞ্জিত বৈদ্য স্মরণ, ধীরেন্দ্র সরকার, গোপাল রঞ্জন গোস্বামী, রতন বৈদ্য, মতি দাশ, সুজিত বৈদ্য, পরিমল দেবনাথ, প্রদীপ দেবনাথ, রাকু মালাকার, পরিমল দাশ, নান্টু বৈদ্য, সুমন চন্দ, সমির রঞ্জন দাশ, চন্দন দেব, প্রদীপ বৈদ্য, রিপন দে, প্রভাত সরকার, রিপন সাহা, পরিমল দেব, রিন্টু কর, সুরঞ্জিত দাশ, বকুল মালাকার, রঞ্জু মালাকার, অজয় সিংহ, অকিল বৈদ্য, জয়দ্বীপ সরকার, প্রবীর দে, সুমন কর, সুবোধ দাশ, জয় গোবিন্দ দেবনাথ, পবিত্র দাশ, রমা কান্ত দাশ, অজিত দে, দিলীপ কুমার দাশ, বিপ্লব দে, বিদ্যুৎ দাশ প্রমুখ নেতৃবৃন্দ।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ( সিলেট) থেকেঃ
আপনার মতামত লিখুন: