বিশ্বনাথের বন্ধুয়ায় প্রবাসী সেলিম আহমেদ সংবর্ধিত
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম; বিশ্বনাথের বন্ধুয়ায় প্রবাসী সেলিম আহমেদ সংবর্ধিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বন্ধুয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী সেলিম আহমেদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। .
.
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মসজিদ প্রাঙ্গণে নির্মাণাধীন বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন কালে তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ মসজিদ নির্মাণে প্রবাসী সেলিম আহমেদ এর কাছে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। মসজিদে সহায়তার আশ্বাস প্রদান করেন সেলিম আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুছ ছালাম, মাওলানা সা'দ উদ্দিন, পঞ্চায়েতের মুরব্বি আশিক আলী, হাজী রহিম আলী, ইন্তাজ আলী, মক্রম আলী, মনির মিয়া, বাদশা মিয়া, ফয়সল আহমদ, জালাল উদ্দিন, খাজাঞ্চি ষ্টেশন মসজিদ বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, মুরব্বি আব্দুছ ছুবহান, হাফিজ আব্দুজ জাহির, আব্দুল গফুর, ইছহাক আলী, ফয়জুল ইসলাম, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, ট্রাস্টি আবুল বশর, সালমান আহমদ প্রমুখ।
.
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ
অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: