ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এরিয়া মেঘনা নদীর তীরে ডাকাতি করার প্রস্তুতি কালে। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় । আশুগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এ এসআই মহিউদ্দিনের এক দুঃসাহসি অভিযানে ৮/১১/২০২৪ ইংরেজি রাত দুপুরে আন্তজেলা ডাকাত সরদার মোঃ মুছা মিয়া ও হুমায়ূন মিয়া এবং কুখ্যাত ডাকাত হাসেমকে অস্ত্রসহ গ্রেফতার করেন গ্রেপ্তারকৃত ডাকাতদের নিকট থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় এবং একটি বিদেশী পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়। তথ্য অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে আশুগঞ্জ মেঘনা পাড়ের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন । এই তিন ডাকাত সর্দার ধরা পড়লেও তাদের সাথে থাকা ডাকাত নৌকা যোগে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসে বিভিন্ন ব্যবসায়ীরা আনন্দে মিষ্টি বিতরণ করে বলে জানা যায়। আশুগঞ্জ থানা পুলিশের দুঃসাহসী অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন তিনি বলেন আমরা আপনাদের পাশে আছি আমাদেরকে অপরাধীদের চিহ্নিতকরণ করে তথ্য দিয়ে সহযোগিতা করুন।.
ডে-নাইট-নিউজ / ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ।
আপনার মতামত লিখুন: