• ঢাকা
  • রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভৈরবে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৫৪ পিএম;
ভৈরবে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী
ভৈরবে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী

ভৈরব  প্রতিনিধিঃ   ভৈরবে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে এসব অস্ত্র পুলিশের হাতে তুলে দেয়া হয়। এর আগে গেল ৫ আগস্ট সারা দেশের মতো ভৈরব থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। পরে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় একে একে লুট হওয়া বন্ধুক,শটগান,এলএমজি সহ  বিপুল পরিমান অস্ত্র ও মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। .

 .

 .

এসব অস্ত্র পুলিশের হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরীন, অপারেশন কমান্ডার মেজর মো. সানজেদুল ইসলাম, ক্যাপ্টেন মো. রায়হান রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান রাফি ও ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম।.

 .


এ সময়  মেজর সানজিদুল ইসলাম বলেন, লুট হওয়া  অস্ত্র  ছাত্র  জনতার সহযোগিতায় কিছু এবং  বেশ কিছু  অস্ত্র  আমরা অভিযান চালিয়ে  উদ্ধার করেছি। সেগুলো  পুলিশের  হাতে হস্তান্তর করেছি  পুলিশ  যেন জনগনের  কল্যাণে কাজ করতে পারে সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা  করছি। বাকি অস্ত্র গুলো  ও উদ্ধার  করা হবে। 
এ বিষয়ে  ভৈরব থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান,  থানায়  হামলার  আগে আমরা সেনাবাহিনীর  সহযোগিতায় গাড়ীতে করে  কিছু  অস্ত্র  আনলে ও দূর্বৃত্তরা হামলা চালিয়ে  থানা থেকে  বেশ কিছু  অস্ত্র  লুট করে নিয়ে যায় । বেশ কিছু অস্ত্র  উদ্ধার  হলেও  বাকি অস্ত্র গুলো  ফেরত দেয়ার আহবান জানাচ্ছি । ফেরত না দিলে পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ