ভারতে বিজিবির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মোমেনিন আয়েশা (রা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজ লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজ এর ছাত্র ছাত্রীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। .
আজ রবিবার বেলা ১২ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ টি লক্ষ্মীপুর সরকারি কলেজ এর সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থী বৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তিকারী ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর বিচার দাবি করেন। একই সাথে ভারত সরকার যদি এর যথাযথ বিচার এবং বিশ্ববাসীর কাছে ক্ষমা না চায় তাহলে ভারতীয় সকল ধরনের পণ্য বয়কট এর আহ্বান জানান।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ লক্ষ্মীপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: