• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাধবপুরে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক জব্দ, আটক ৭


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম;
মাধবপুরে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক জব্দ, আটক ৭
মাধবপুরে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক জব্দ, আটক ৭

মাধবপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে দেশে পাচারের সময় ভারতীয় কসমেটিক ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) .

রাত ২টার দিকে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের মনতলা বিওপি ক্যাম্পের একটি টহল দল উপজেলার বহরা ইউনিয়নের আখড়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক ২৬০০ ভারতীয় রুপি জব্দ করে। সময় ৭জনকে আটক করা হয়েছে। .

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার-মানিকচর গ্রামের মৃত আব্দুল বাছির এর ছেলে মোঃহাবিবুল্লাহ (২৭), জাহানাবাদ গ্রামের মোঃ মাসুম মিয়া(২৮),সুলতানগন্জ এলাকার মোঃ মেহেদী হাসান (১৮),পরেংপুর গ্রামের মোঃ সাকিল খান (১৯),নরসিংদী এলাকার শ্রী তন্ময় (২৪) মাধবপুর থানার দেবনগর গ্রামের মোঃআয়নাল উদ্দিন (৩৫)এবং একই গ্রামে আশিকুল ইসলাম(২৬).

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে অটোরিক্সা করে নিয়ে যাওয়ার পথে বিজিবি অভিযানে আটক হলে এগুলো জব্দ করা হয়। জব্দ করা হয়েছে অটোরিক্সাটিও।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ