• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১২ জেলেকে জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম;
মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১২ জেলেকে জরিমানা
মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১২ জেলেকে জরিমানা

লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারপূর্বক ঝাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ ধরাসহ কতিপয় অপরাধে আটক ১২ জন জেলেকে ০৬টি মামলায় মোট ৮৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।.

সোমবার(১৮ মার্চ) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার অফিসের যৌথ অভিযান চালিয়ে  উপজেলার মেঘনা নদীতে  থেকে তাদের আটক করা হয় বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ।.

এ সময় কমলনগর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক সংশ্লিষ্ট আইন অনুযায়ী অর্থ দন্ড আদায় করে প্রায় ৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীকালে তা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়৷ এছাড়া, প্রায় ০২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যা জনসম্মুখে পুড়িয়ে ফেলে বিনষ্ট করা হয়।.

দণ্ড পাওয়ারা হলেন- কমলনগর উপজেলা চর কালকিনি ইউনিয়নের মো: নিজাম (৩৫), মো: নিরব (২৫), মো: রিয়াদ (২৫), মো: শাহাজাহান (২৩), মো: সবিজ (২০), শাহাবুদ্দিন (২০), মো: সাকিব (২০), মো: সবুজ (২২), মো: হেজু (২০), মো: লিটন (২০), মো: শিপন (২০), মো: জামাল (২২)।. .

ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ