• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যশোরের শার্শা সীমান্তে ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম;
যশোরের শার্শা সীমান্তে ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-১
যশোরের শার্শা সীমান্তে ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-১

শার্শা সীমান্ত থেকে ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (১৯) নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ অক্টোবর)  দুপুরে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়।.

আটক সাজু আহম্মেদ চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত- আব্দুল সালামের ছেলে।.

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, শার্শা কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদে, কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। পরে, তাকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। এবং আটককৃত আসামি বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে। . .

ডে-নাইট-নিউজ / মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ