এক অদৃশ্য ভাইরাসের কাছে সারা বিশ্বের মানুষ আজ অসহায় ৷আক্রান্ত হয়ে মৃত্যু হলে পিতা হয় না শেষ যাত্রার সাথী ,পুত্র দিতে পারেনা পিতা মাতার মুখে আগুন ৷সময়ের কিছু সাহসী সন্তান আজ নিজেদের জীবন বাজী রেখে সৎকার দাফন কাফনে এগিয়ে এসেছে ৷তেমনি কিছু সাহসী বীর রাঙ্গুনিয়া সৎকার টিমের প্রতিজন যোদ্ধা এরই মধ্যে শেষ করলো দ্বিতীয় সৎকার ৷.
সাবেক রাংগুনীয়া নিবাসী হেমন্ত দে মহোদয় রাত ৪ ঘটিকায় করোনা আক্রান্ত হয়ে মারা যায়,.
ভোর ৫:৩০ টার দিকে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার টিমের আহবায়ক শ্রী জয় দাশের সাথে যোগাযোগ করলেন মৃত ব্যাক্তির পরিবার ৷সাথে সাথে আক্রান্ত মৃত দেহ সৎকার ইউনিটের প্রধান সমন্বয়ক শ্রী অভি দাশের নেতৃত্বে একটি সৎকার টিম গিয়ে সৎকার করেন হেমন্ত দে'র নিথর দেহখানা ৷.
আর যেন আক্রান্ত হয়ে কাউকে মৃত্যু বরন করতে না হয় শ্রষ্টার কাছে প্রার্থনা সাহসী করোনা যোদ্ধাদের ৷.
উক্ত সৎকার টিমে অংশগ্রহণ করেন.
১/সৌরভ চক্রবর্তী.
২/স্বরুপ রক্ষিত.
৩/ধীমান কান্তি দাশ.
৪/সুবেল দে.
৫/বিপ্লব চক্রবর্তী.
সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে বার বার অনুরোধ জানাচ্ছেন প্রতিনিয়ত রাঙ্গুনিয়া করোনা সৎকার ইউনিটের সাহসী যোদ্ধারা ৷. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
আপনার মতামত লিখুন: