
রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন অন্তর্গত সাবেক রাঙ্গুনিয়া গ্রামের ঐতিহ্যবাহীজ্ঞ সনাতন সমাজের জনদরদী সামাজিক সংগঠন জনকল্যান সমিতি বিনা প্রতিদন্ধিতায় তিন বারের মতো অর্থ সম্পাদক নির্বাচিত হয় এলাকার যুব সমাজের অহংকার সমাজসেবক এবং সফল সংগঠক বাবু বিশ্বজিৎ দে মহোদয় ৷.
সামাজিক সেবায় মহান ব্রত পালনে সকলের আশির্বাদ এবং সার্বিক সহযোগীতা কামনা করেছেন বার বার নির্বাচিত অর্থ সম্পাদক বিশ্বজিত দে ৷.
. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া
আপনার মতামত লিখুন: