• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাঙ্গুনিয়ায় বায়তুল ইজ্জাহ তাহফীজুল কুরআন মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৪ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৪৪ এএম;
তাহফীজুল কুরআন মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ
তাহফীজুল কুরআন মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার বায়তুল ইজ্জাহ তাহফীজুল কুরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংক রোয়াজারহাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন। প্রধান শিক্ষা পরিচালক মাওলানা আবুল হাসনাত হাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, স্যোসাল ইসলামী ব্যাংক রোয়াজারহাট শাখার অপারেশন ম্যানাজার মো. মাসুদ করিম, সাংবাদিক জগলুল হুদা, মো. ফোরকান উদ্দিন, সোহেল খান প্রমুখ। শেষে বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের মাঝে স্যোসাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং মাদ্রাসায় আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ