• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজাগঞ্জ বাজারে উইশ ফাউন্ডেশন ইউকে’র শীতের কম্বল বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৬ এএম;
রাজাগঞ্জ বাজারে,  উইশ ফাউন্ডেশন ইউকে’র,  শীতের কম্বল বিতরণ
রাজাগঞ্জ বাজারে উইশ ফাউন্ডেশন ইউকে’র শীতের কম্বল বিতরণ

অদ্য ২৫ ডিসেম্বর রোজ বুধবার বেলা তিন ঘটিকার সময় বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে উইশ ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে কবি,সাহিত্যিক মিজানুর রহমান মিজানের আয়োজনে এলাকার ত্রিশজন অসহায় ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।.

 .

 .

অনুষ্ঠানের শুরুতেই মাওলানা বিলাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সংগঠক জসিম উদ্দিনের পরিচালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইশ ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ কমিটির পরিচালক জনাব অলিউর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মাসুক আহমদ,কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(নয়াবন্দর বন্ধুয়া,কমিউনিটি ক্লিনিক)মাওলানা বিলাল হোসেন প্রমুখ। .

 .

 .

বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী নারীদের সংগঠন উইশ ফাউন্ডেশন ইউকে একটি আর্ত-মানবতার কল্যাণে পরিচালিত সংগঠন।তাঁদের পরিচালিত সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সমাজের কল্যাণে “মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এশ্লোগানে উজ্জীবিত হয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন।তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল, সুন্দর ও সুচারু রুপে অগ্রগামী হবে,হোক এ আশাবাদ নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুক আহমদ।.

 .

 .

   অনূষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৈমুছ আলী,ফারুক আহমদ,আব্দুল মুতলিবসহ অনেকেই।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ(সিলেট)

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ