• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে মিলনমেলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৮ পিএম;
রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে মিলনমেলা
রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে মিলনমেলা

নাসির মাহমুদ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সংগঠন "একতা ব্লাড ডোনেট" নামের একটি সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী রামগতি রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও আনন্দ র‌্যালী। সংগঠনটির প্রধান উপদেষ্টা ডাক্তার ইহতেশামুল গনি ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:ওসমান গনি, সংগঠনের সভাপতি মো:ইলিয়াছ খান ও সাধারণ সম্পাদক তানভীর ইভান প্রমুখ। এসময় একতা ব্লাড ডোনেটের সকল স্বেচ্ছাসেবীগণ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।.

 .

 মানবিক কাজে বিশেষ অবদান রাখায় তৃতীয় বর্ষপূর্তিতে সংগঠনের সেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি।অনুষ্ঠানে বক্তাগণ বলেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন রামগতি উপজেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত তিন বছর ধরে সহস্রাধিক মুমূর্ষ রোগিদের রক্তদান,বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র বিতরণ, ঈদ সমগ্রী বিতরণ সহ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন,  রমজানে শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ