• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামু উপজেলার এগার ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮৬২


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
রামু উপজেলার এগার ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮৬২
রামু উপজেলার এগার ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮৬২

আগামী (১১ নভেম্বর) রামুর এগার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়ন পরিষদে সরকারদলীয় প্রতিদ্বন্দ্বি  চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের আশায় ঢাকায় অবস্থান করছেন। প্রতিটা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত একজন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা শুনা যাচ্ছে। এছাড়া ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা মাঠ গরম করে রেখেছে বলেও জানাযায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে পাড়া-মহল্লায় চলছে জল্পনা–কল্পনা।

সুন্দরওসুষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন,  প্রার্থী-ভোটারদের জন্য কিছু আচরনবিধি প্রকাশ করেছেন। তা বাস্তবায়নে এবং নির্বাচন পরিচালনার জন্য রামু  উপজেলার এগার ইউনিয়নে ৬ জন রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস কর্তৃক নিয়োগকৃত রিটার্নিং অফিসারগণ সুষ্ট, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

রামু উপজেলার ১১ ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন।

ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, রশিদনগর, ইউনিয়নে – মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার। গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে- আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার। ঈদগড়ও ও চাকমারকু ইউনিয়নে, মো. মামুনুর রশীদ, উপজেলা মৎস্য অফিসার।  দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে-গৌর চন্দ্র দে, উপজেলা শিক্ষা অফিসার। কাউয়ারখোপ ও রাজারকুল ইউনিয়নে- মোহাম্মদ সাদেকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। 
উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে রামু উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১লাখ ৬৬ হাজার ৮২৬। পুরুষ রয়েছে ৯১হাজার৭২১। এবং মহিলা ভোটার রয়েছে, ৮৩ হাজার ৪৪২। ইউনিয়ন ভিত্তিক ভোটার সংখ্যা হচ্ছে।  ঈদগড় ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৭৬১। এর মধ্যে পুরুষ রয়েছে ৫ হাজার ৪৯১। এবং মহিলা ৫ হাজার২৭০। গর্জনিয়া ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ২৩৮। এর মধ্যে পুরুষ রয়েছে ৬ হাজার ২১০, এবং মহিলা ৬ হাজার ২৮। কচ্ছপিয়া ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৫২৫। এর মধ্যে পুরুষ রয়েছে ৮ হাজার ৪৬৩,এবং মহিলা ৮ হাজার ৬২।  কাউয়ারখোপ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ২৬৬। এর মধ্যে পুরুষ রয়েছে ৭ হাজার ৩০২, এবং মহিলা ৬ হাজার ৯৬৪। ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২১হাজার ৬৯৭।.

এর মধ্যে পুরুষ রয়েছে ১১ হাজার ২১৯, এবং মহিলা ১০ হাজার ৪৭৮।  জোয়ারিয়ানালা ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ রয়েছে ৯ হাজার ৫৫৬, এবং মহিলা ৮ হাজার ৪৩৮। রাজারকুল  ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৭১৬। এর মধ্যে পুরুষ রয়েছে ৬ হাজার ৮১৬, এবং মহিলা ৫ হাজার ৯০০।  দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ১২৮। এর মধ্যে পুরুষ রয়েছে ৮ হাজার ৭২৪, এবং মহিলা ৭ হাজার ৪০৪। খুনিয়াপালং ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৬০৫। এর মধ্যে পুরুষ রয়েছে ১১ হাজার ৫৮২, এবং মহিলা ১১ হাজার ২৩।  চাকমারকুল  ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৬৭৯। এর মধ্যে পুরুষ রয়েছে ৫ হাজার ৭১৬, এবং মহিলা ৪ হাজার ৯৬৩।  রশিদনগর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ২১৭। এর মধ্যে পুরুষ রয়েছে ৫ হাজার ৮০১, এবং মহিলা ৫ হাজার ৪১৬ । তফসীল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ( ১৭ অক্টোবর), রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ (২০ অক্টোবর), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (২৬ অক্টোবর), প্রতীক বরাদ্দ (২৭ অক্টোবর) ভোট গ্রহণ( ১১ নভেম্বর)।. .

ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ