• ঢাকা
  • রবিবার, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ইট ভাটায় লুট, নি:স্ব মালিক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২৩ পিএম;
লক্ষ্মীপুরে ইট ভাটায় লুট, নি:স্ব মালিক
লক্ষ্মীপুরে ইট ভাটায় লুট, নি:স্ব মালিক

পাওনা টাকার অযুহাতে একটি ইটভাটার মূল্যবান মেশিনাধিসহ লাখ লাখ ইট লুটপাট করে নিয়ে গেছে একটি সংজ্ঞবদ্ধ সিন্ডিকেট। লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নে ভূলু হাজীর ফিল্ড প্রকাশ এম এন্ড এইচ ব্রিকস ফিল্ডে এমন তুঘলকী কান্ড ঘটে।.

ফিল্ড মালিক মামুনুর রশিদ সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে কান্না জাড়িত কন্ঠে সাংবাদিকদের লুটপাটের বিষয়টি জানান। পরে ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে পুলিশ।.

স্থানীয়রা জানান, কিছুদিন হয় এম এন্ড এইচ ব্রিকসের (ভূলু হাজীর ফিল্ডর) সাবেক ম্যানেজার মামুনুর রশিদ ফিল্ড পরিচালনা ও মালিকানা বুঝে নেন। তখন মানুষের কিছু দায়-দেনা ছিলো। তবে পাঁচ বছরের মধ্যে ক্রমান্বয়ে পূর্ণ দেনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। কিন্তু ফিল্ড চালু না করতেই পূর্বের মালিক মুরাদের আত্মীয় আকবর হোসেন টিপু, জামাল, কামাল, সাদ্দাম, লিটন, পারভেজ, ফয়সাল, নজরুল, বাবর, জাবেদ, মামুন, ফিরোজ ড্রাইভারসহ অজ্ঞাত নামা আরও ২০-২৫ জন দুষ্কিৃতিকারী  ট্রাক, ট্রাক্টর এবং তাদের দলবল নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার দু’দিন ফিল্ডে লুটপাট চালায়। এসময় তারা ফিল্ডের কয়েক লক্ষ ইট, জেনারেটর মেশিন, মাটি কাটার মেশিন, মাটির গোলার মেশিন সহ শ্রমিক থাকার ঘর ও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। উপায়ান্তর না পেয়ে মামুনুর রশিদ জরুরি সেবা নাম্বারে কল করলে পরের দিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এরই মাঝে সব কিছু নিয়ে যায় লুটপাটকারীরা।.

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। .

এদিকে ফিল্ডে লুটপাটের ঘটনায় মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মামুন। অভিযুক্তরা মামুনের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি।.

.

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ