এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফ সাংবাদিকদের জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। চরের দখল নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। .
.
ভুক্তভোগী খামার মালিক লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের মনির হোসেন জানান, তিনি দীর্ঘদিন থেকে ২০নং চর রমনীমোহন ইউনিয়নের চর কানিবগার দক্ষিন পার্শ্বে মেঘনা নদীতে জেগে উঠা চরে খামার করে গরু- মহিষ পালন করে আসছেন। দেশে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সর রমণী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন ও তার দলবল নিয়ে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করেন গত বিশ নভেম্বর সকালে দল বল নিয়ে এসে খামারের ১৫ লাখ টাকা মূল্যের ২০টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি স্থানীয় ব্যক্তিদের শরণাপন্ন হয়েও গরু গুলো ফেরত পাননি। গত ৪ ডিসেম্বর একই কায়দায় আলী হোসেন তার দলবল নিয়ে এসে আবারো ৫০ লাখ টাকা মূল্য ২০টি মহিষ লুট করে নিয়ে যায়। .
.
এ ব্যাপারে মনির হোসেন গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সদর থানায় আলী হোসেন সহ বিশ জনের নাম উল্লেখ করে আরো ২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি অভিযোগ দায়ের করে। ঐদিন দুপুরে সদর থানার এএসআই আশিকুর রহমান ও শহিদুল্লাহ নেতৃত্বে পুলিশ বাঁদিকে নিয়ে চলে গেলে পুলিশের উপস্থিতিতে আসামিরা মনির হোসেনের উপর হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনার স্থান থেকে ফিরে আসে। .
.
ভুক্তভোগী মোঃ মনির হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি এই চরে গরু মহিষ লালন পালন করে আসছেন। গত আগস্টে দেশের সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আলী হোসেন মেম্বার তার লোকজন নিয়ে ওই চর দখল করার চেষ্টা করেছে। তিনি আমার নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তিনি তার দলবল নিয়ে দুই দফায় আমার ৩৫টি গরু মহিষ মিউট করে নিয়ে গেছে। এ ব্যাপারে আমি পুলিশের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমি এর সুষ্ঠু বিচার চাই। .
.
অভিযুক্ত আলী হোসেন মেম্বার সাংবাদিকদের বলেন, এ চরের সকল কাগজপত্র আমাদের। বিগত দিনে মনির হোসেন আওয়ামীলীগকে মেনেজ করে এই চর দখলে নিয়েছে। এখন আমরা চাষ করতে গেলে উনারা বাধা দেয়।গরু মহিষ লুট করে নেওয়ার কথা সইত্য নয়। .
.
স্থানীয়রা জানান, আলী হোসেন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি সদর থানা পুলিশ তার ভাতিজা হত্যা সহ ১৫ মামলার আসামি যুবলীগ নেতা কামরুল সরকারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। .
.
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোঃ আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকে মীমাংসা না হওয়া পর্যন্ত চর ব্যবহার থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: