লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিওর নামে ২৭০০ গ্রাহকের টাকা প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার করে টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।.
.
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়াদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ড পাওয়া সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুরের স্ত্রী।.
.
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ‘একট এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।’.
.
আরিফুর রহমান আরও বলেন, ‘ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী সুমাইয়া ও ফাতেমাকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: