
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. রেজাউল করিম। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়া রেজাউল করিম লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বলে জানা যায়।.
.
শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী আসনটির প্রত্যেকটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এসময় পানিবন্ধী ১০ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জামায়াতের এই নেতা।.
.
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, পৌর জামায়াত আমির আবুল ফারাহ নিশান ও সাধারণ মাওলানা জহিরুল ইসলাম, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বত, জামায়াত নেতা ইয়াকুব উদ্দিন শরিফ, মো. শামছুদ্দিনসহ আরও অনেকে।.
.
ত্রাণ বিতরণ পরবর্তী জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, ভারত থেকে আসা ও অতিবৃষ্টির পানিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে আমরা মর্মাহত। ইতোমধ্যে পানিবন্দি মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। আজ সারাদিন আমিও সদর আসনের প্রত্যেকটি এলাকায় পানিবন্ধী মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করবো।.
.
আরও বলেন, বর্তমান এই দুর্যোগে সমাজের সামর্থবান মানুষ সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: