• ঢাকা
  • রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম;
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ

আব্দুল মালেক নিরবঃ লক্ষ্মীপুরে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আশ্রয় কেন্দ্র গুলোতে বাড়ছে মানুষের চাপ। বন্যার্তদের জন্য জেলা  প্রশাসন প্রাথমিকভাবে ৫৭৬ মে.টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। .

 .

আজ সদর উপজেলার, যাদৈয়া মাদ্রাসা, হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুল, ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়, বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, আবিরখিল মাদ্রাসা সহ কিছু বন্যাশ্রয় কেন্দ্রে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। .

 .

তবে এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে এখনও সরকারি কোন ত্রাণ পৌঁছেনি বলে খবর পাওয়া গেছে।.

 .

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আশ্রয় কেন্দ্র গুলোতে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আজ যাদৈয়া মাদ্রাসা, হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুল, ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়, বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, আবিরখিল মাদ্রাসা সহ কিছু বন্যাশ্রয় কেন্দ্রে শুকনা খাবার বিতরণ করেছি।.

 .

পাশাপাশি ইউপি চেয়ারম্যানদের ত্রাণ পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সবার কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাতে দ্রুত সময়ে সবার কাছে ত্রাণ পৌঁছানো যায়। .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ