লক্ষ্মীপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ৩১ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিটার সময় জেলার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।.
জেলা ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক মোঃ শাহেদ সরোয়ার, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক আরিফ হোসেন, রায়পুর উপজেলা আহবায়ক (ভারপ্রাপ্ত) তানভীর হায়দার সহেল, সদস্য সচিব জাহাঙ্গীর রাজদীপ, কমলনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদ সদস্য সচিব নাদিম মাহমুদ মাহি, রামগতি উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ন আহবায়ক সৌরভ গাজী সহ বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।.
এসময় আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক গাজি মামুন, সদস্যসচিব মাহফুজুর রহমান রাসেল, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রবিন মহি, লক্ষ্মীপুর সদর উপজেলার সদস্য সচিব মোঃ জহির উদ্দিন, রায়পুর উপজেলা সদস্য সচিব শামসুল আলম সহ বিভিন্ন যুব নেতৃবৃন্দ।.
এ সময় বক্তারা দেশের বর্তমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেন এবং এ থেকে উত্তরণের উপায় ও বলেন। ছাত্র ও যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলাকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী একটা ইউনিট হিসেবে গড়ে তুলতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার বদ্ধ হন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা এবং পরবর্তীতে কেক কাটার মাধ্যমে সমাপ্ত করা হয়।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ লক্ষ্মীপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: