
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গত এক সপ্তাহ ধরে লক্ষ্মীপুরে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। সিলিন্ডার গ্যাসের সংকটের কারণে জেলার বন্যার্তদের দুর্ভোগ আরো বেশী বৃদ্ধি পেয়েছে।অনেক পরিবারই গ্যাসের অভাবে দৈনন্দিন রান্নাবান্না সহ খাবার তৈরি করতে পারছেনা বলে জানাগেছে। .
.
সিলিন্ডার গ্যাস সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী ১৪০০ টাকার সাড়ে ১২কেজির সিলিন্ডার গ্যাস ২০০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।.
.
বসুন্ধরা এলপি গ্যাসের লক্ষ্মীপুর ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লক্ষ্মীপুরে প্রতিমাসে ৭০ হাজার বোতল গ্যাসের চাহিদা থাকলেও চলতি মাসে তাদের ডিপোতে সরবরাহ করা হযেছে মাত্র ৮ হাজার ৩৭টি। বর্তমানে তাদের ডিপোতে গ্যাসের কোন মজুদ নেই। অপরদিকে যমুনা এলপি গ্যাসের এক্সক্লুসিভ ডিলার দালাল বাজারের সততা এন্টারপ্রাইজের মালিক ওমর ফারুক জানান, গত ১০ দিন ধরে তার ডিলার পয়েন্টে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছেনা। মওজুদকৃত গ্যাস সিলিন্ডার তিনি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করলেও গত দুইদিন ধরে তার কাছে কোন গ্যাস অবশিষ্ট নেই।.
.
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার জিল্লুর রহিম কলেজ রোডের বাসিন্দা বন্যা আক্রান্ত গৃহবধু মর্জিনা বেগম জানান, গ্যাসের অভাবে তার বাসায় গত দুইদিন ধরে রান্নাবান্না বন্ধ রয়েছে। ফ্লাট বাড়িতে লাকড়ির চুলাও জ্বালাতে পারছেনা। কি ভাবে রান্নাবান্না করবেন তার কোন উপায়ও খুঁজে পাচ্ছেননা। নিরুপায় হয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মুড়ি বিস্কুট সহ শুকনো খাবার খেয়ে গত দুইদিন পার করেছেন। তিনি জানান, তার প্রতিবেশী অনেকেই একই দুর্ভোগের শিকার।.
.
লক্ষ্মীপুর শহরের দেওয়ান বাড়ি সড়কের বাসিন্দা মমিন উল্যাহ জানান, গতকাল বৃহস্পতিবার তার বাসায় গ্যাস পুরিয়েগেছে।সিলিন্ডার রিফিল না করতে পারায় তিনি শুক্রবার হোটেল থেকে খাবার কিনে নিয়ে খেয়েছেন। বাজারে গ্যাস না থাকায় তিনি সিলিন্ডার রিফিল করতে পারছেনা।.
.
সদর উপজেলার উত্তর জয়পুরের বন্ধ্যা আক্রান্ত বেল্লাল হোসেন জানান, বৃষ্টি এ বন্যার কারণে তিনি লাকড়িও সংগ্রহ করতে পারছেনা।অপরদিকে ঘরের ভিটিতে পানি উঠে যাও যায় মাটির চুলাতেও রান্না করতে পারছেনা।.
যমুনা এলপি গ্যাসের ডিলার ওমর ফারুক জানান, কবে নাগাদ গ্যাস সিলেন্ডারের সরবরাহ পাওয়া যাবে তা কোম্পানীর পক্ষ থেকে জানতে চেয়েও তিনি জানতে পারেননি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: