• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:২৪ পিএম;
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলা
লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলা

নাসির মাহমুদ  (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ) : লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ৩ জন কলেজ ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার  দিকে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের বেলাল উদ্দিনের ছেলে শাহরিয়ার আনজুম শাওন (১৯), নুর উদ্দিনের ছেলে নুর আহমেদ শুভ (২০) এবং একই এলাকার মো: মিলনের ছেলে নাহিদুল ইসলাম নিলয় (১৮)। এরা তিনজনই রামদয়াল আবদুল হাদী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতরা উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। .

 .

আহত শিক্ষার্থীদের অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনবন্ধু শাওন, শুভ এবং নিলয় চরমেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  গরু বাজার দেখতে যায়। সন্ধ্যার পর তিনবন্ধু মাঠের পাশে নির্মানাধীন প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বসে গল্প করছিলেন। এসময় গত ছয় মাস পূর্বে তাদের ব্যক্তিগত বিষয় নিয় কথা কাটাকাটি চলে। এসময় হঠাৎ একই গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান ফাহিম, বাবর উদ্দিনের ছেলে সৈকত, জসিম উদ্দিনের ছেলে রিপাত, নুর উদ্দীনের ছেলে শামীম, রিপন, শিপন, আনন্দ এবং দিগন্তসহ ২০-২৫ জন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। এরা সবাই ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেন হামলার শিকার নাহিদুল ইসলাম নিলয়।.

 .

হামলাকারীদের সবার হাতে লোহার রড, লাঠি এবং দেশীয় অস্ত্র ছিল বলেও দাবী করেন তিনি। তাদের এলোপাতাড়ি হামলায় রড-লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে ওই তিন কলেজ ছাত্র। আহতদের চিৎকারে সাধারণ মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।.

 .

স্থানীয় আকবর হোসেন ও নুর আলম মিয়া জানান, হামলাকারীরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের হাতে স্কুল কলেজগামী ছাত্রীরা প্রায়ই ইভটিজিংয়ের শিকার হয়। চুন থেকে পান খসলেই এরা অস্ত্রসহ ও দলবল নিয়ে হানা দেয়। সন্ধ্যার পরে রাস্তার পাশে গড়ে উঠা বিভিন্ন চায়ের দোকানগুলোতে আড্ডা দিয়ে নেশা করে নানা অপরাধ কর্মকান্ড করে থাকে। এদের নিয়ে সবাই আতংকে থাকেন সবসময়। .

 .

অন্যদিকে আহত ভাতিজা শাওনসহ অন্যান্যদের হাসপাতালে ভর্তি করে অভিযোগ দিতে থানায় যাওয়ার পথে উপজেলা পরিষদের পাশে অটোরিকশা দুর্ঘটনায় আহত হন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মো: ইউছুফ। বর্তমানে তিনি নোয়াখালীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।.

 .

রামগতি থানার অফিসার ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ