• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হচ্ছে আজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম;
সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হচ্ছে আজ
সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হচ্ছে আজ


কোটা আন্দোলন ঘিরে অনেক কিছুেই ঘটে গেছে সারাদেশে। তার মধ্যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, টানা ১২ দিন পর আজ ৩১ জুলাই ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হচ্ছে । আজ দুপুর ৩ টার পর থেকে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ ভাবে ব্যবহার করা যাচ্ছে। তবে সাথে ভোগান্তীর কথা হচ্ছে ইন্টারনেটের ধীর গতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের থেকে জানা যাচ্ছে যে ক্যাশ সার্ভার এখনো ক্লিয়ার না তাই এই সমস্যা হচ্ছে।.

 .

আজ দুপুর ১ ঘটিকায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ব্রিফিং করে আজ বিকেলের মধ্যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার ঘোষনা প্রদান করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আরো বলেন সকল সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিলে ভিপিএন ব্যবহারকারী কমবে এবং ইন্টারনেটের গতি বাড়বে, ফেসবুকের ক্যাশ সার্ভার ঠিক হয়েগেলে স্বাভাবিকভাবে সবাই ব্যবহার করতে পারবে। কোটা আন্দোলনের সহিংশতার জন্য বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ও ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হয়। তবে বন্ধ থাকে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক বন্ধ থাকার জন্য গত ১২ দিন চরম বিপাকে পরেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ই-কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ীরা। তাদের প্রদানকৃত তথ্য মোতাবেক প্রায় ২৫ লক্ষ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবসায় যুক্ত ও তাদের আয়ের অন্যতম মাধ্যমও এটি। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ