• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে বাউলগানের আড়ালে প্রকাশ্য জুয়ার আসর থেকে গ্রেফতার ৪


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫২ পিএম;
সখীপুরে বাউলগানের আড়ালে প্রকাশ্য জুয়ার আসর থেকে গ্রেফতার ৪
সখীপুরে বাউলগানের আড়ালে প্রকাশ্য জুয়ার আসর থেকে গ্রেফতার ৪

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে ২৪ অক্টোবর মঙ্গলবার  দিবাগত রাতে বাৎসরিক ওরশ মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়।কিন্তু বাউল গানের আড়ালে প্রকাশ্যেই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলতে থাকে।এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) এর মাধ্যমে জানতে পেয়ে তাৎক্ষণিক সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্হলে যান।গিয়ে ঘনটনাটি নিজে দেখতে পেয়ে তাৎক্ষনিক ৪ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেন।.

পরে বাউল গানের আসরে উপস্থিত দর্শক ও আয়োজকদের উদ্দেশ্য তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন।বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন,"আমি আপনাদের সখীপুর থানায় নতুন এসেছি , এসেই এই মেসেজটি দিয়েছি যে,আমার দায়িত্ব থাকাকালীন সময়ে  সখীপুরে কোনো প্রকার মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেয়া হবেনা।কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এভাবে একটি বাউল গানের আড়ালে প্রকাশ্য জুয়া বসিয়ে চরম অন্যায় করা হয়েছে,যা মেনে নেয়া সম্ভব নয়।আজকের পর থেকে সখীপুর থানা অঞ্চলে এমন ধৃষ্টতা কেউ দেখানোর চেষ্টা করবেননা,তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য থাকবো।মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারাই জড়িত তাদের কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা।সে যত প্রভাবশালীই হোন না কেন! মনে রাখবেন আইনের হাতের চেয়ে অপরাধীর হাত লম্বা নয়"।.

গ্রেফতারকৃত জুয়ারি  (১) এরশাদ আলী পিতা- সুমেস উদ্দিন (২) শহিদুল ইসলাম পিতা- সাকিমুদ্দিন (৩) সবুজ মিয়া পিতা- এবাদুল্লাহ (৪) রাসেল শেখ  পিতা- হযরত আলী, সর্ব সাং কচুয়া পূর্ব পাড়া সখীপুর টাঙ্গাইল। সখীপুর থানার মামলা নং ৫৬,৫৭,৫/৫৯ তারিখ ২৫/১০/২৩ইং এর মূলে আজ সকালে আসামিদের টাঙ্গাইলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন সখীপুর থানা পুলিশ। .

ওসি শেখ শাহিনুর রহমানের এমন উদ্যোগে ইতিমধ্যেই সারা সখীপুরে আলোড়ন সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককেও এখন ওসির সেই বক্তব্যের ভিডিও ভেসে বেড়াচ্ছে। সাধারণ জনগণের মুখে চায়ের টেবিলে এখন ওসি শেখ শাহিনুর রহমানের ভূয়সী প্রশংসা চলছে।. .

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি :

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ