পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুন) দেশের বিভিন্ন জেলায় এক হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে উদ্দীপন। মুসলিম এইড ইউকে এবং ইউএসএ'র অর্থায়নে এই প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। দুঃস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা।.
এছাড়াও উদ্দীপনের প্রধান কার্যালয়ের পরিচালক (মাঠ পরিচালনা ও ব্যবস্থাপনা) মোঃ সগির হোসেন, সহকারী পরিচালক জোনাল ম্যানেজার, সোস্যাল ডেভালপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার রওশন জান্নাত রুসনী, পাবলিক রিলেশন এন্ড মিডিয়া অফিসার প্রশান্ত দাস কথা এবং উদ্দীপনের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।.
মুসলিম এইড বাংলাদেশ এর লাইভলী হুডের প্রোগ্রাম ম্যানেজার নাতাশা ইসরাত কবির বলেন, গরিব, দুঃস্থ ও অসহায়দের সেবায় দেশের বিভিন্ন জেলা উপজেলায় এই কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। কুরবানির মাংস অসহায় ও দরিদ্র পরিবারে মধ্যে বিতরণ ও স্বচ্ছতার সাথে সঠিক উপকারভোগী নির্বাচন এবং গুণগত, মানসম্মত, পরিমাণ মতো মাংস বিতরণের জন্য উদ্দীপনের প্রশংসা করেন।.
উদ্দীপন পরিচালক (মাঠ পরিচালনা ও ব্যবস্থাপনা) মোঃ সগির হোসন বলেন, উদ্দীপন সারা বাংলাদেশে প্রান্তিক জনসাধারণ নিয়ে কাজ করছে। মুসলিম এইডের অর্থায়ণে উদ্দীপন স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করেছে। এই কুরবানির মাংস সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষ গুলোর কোরবানীর মাংস পেয়ে বলেন- আমরা অনেক দিন মাংস খাইনা, আজ মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো।.
সুবিধা বঞ্চিত এ সকল মানুষের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উদ্দীপনের মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসা ত্যাগের মহিমায় প্রকৃত কোরবানি। আমরা বাঙালি কুরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি। কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অর্থাৎ, আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি। এরই সাথে সাথে উদ্দীপনকে স্বচ্ছতার সাথে সঠিক উপকারভোগী নির্বাচন এবং গুণগত ও মানসম্মত খাদ্য বিতরণে প্রশংসা করেন।.
উল্লেখ্য, উদ্দীপন দেশের একটি সেবামূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা। দেশের প্রত্যন্ত এলাকা কেন্দ্রীক বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে থাকে।. .
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র
আপনার মতামত লিখুন: