হবিগঞ্জের বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের বাড়িতে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পর আসামি ওয়ালিদ মিয়াকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। পুলিশ জানায় উপজেলা সদরের তোপখানাস্থ তার শ্বশুড় বাড়ি থেকে আটক করা হয় তাকে। ওয়ালিদ মিয়া ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভুষণ পাড়ার ওয়াহেদ মিয়ার পুত্র। এর আগে রবিবার (১১সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ জেলার উমেদনগর এলাকার মস্ত মিয়ার পুত্র সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে, বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। .
মামলায় হামলাকারী ১. ওয়াহেদ মিয়া, ২. ওয়ায়েছ মিয়া, ৩. য়ালিদ মিয়া, ওয়াসিফ মিয়াসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অজয় দেব জানান, সাংবাদিকদের মারধর করার ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সোমবার ৩নং আসামি ওয়ালিদকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।.
প্রসঙ্গত,গত রবিবার (১১সেপ্টেম্বর) দুপুরে বাইসাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক। বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভুষণ পাড়ার রামনাথ বিশ্বাসের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে ।.
.
.
ডে-নাইট-নিউজ / হবিগঞ্জ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: