• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হাইওয়ে মহাসড়কে গ্যাস চালিত সিএনজি আট দালালের নিয়ন্ত্রণে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম;
হাইওয়ে মহাসড়কে গ্যাস চালিত সিএনজি আট দালালের নিয়ন্ত্রণে
হাইওয়ে মহাসড়কে গ্যাস চালিত সিএনজি আট দালালের নিয়ন্ত্রণে

ব্রাহ্মণবাড়িয়া। খাটিহাতা বিশ^রোড মোড় ব্রাহ্মবাড়িয়া। এক নজর দেখা-তথ্য অনুসন্ধানে জানা যায়, যখন-তখন এশিয়ান হাইওয়ে মহাসড়কে অদক্ষ এক শ্রেণীর থ্রি-হুইলার গাড়ি চালক দ্বারা মহাসড়কের দূরপাল্লার ট্রাক এবং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে অনেক সিএনজি যাত্রী একসিডেন্ট নামক দূর্ঘটনায় নিহত হয়। এ বিষয়ে চিত্রজগতের একবিংশ শতাব্দীর বহু আলোচিত নায়ক ইলিয়াছ কাঞ্চন ভাইয়ের সফল ন্যায্য আন্দোলনের ফলে মহামান্য হাইকোর্ট মহাসড়কে সকল প্রকার থ্রি-হুইলার গাড়ি চলাচল নিষেধ নামক প্রজ্ঞাপন জারি নির্দেশ করেন। মহামান্য হাইকোর্টের আদেশ পালন করবেন হাইওয়ে পুলিশ। খুঁজ নিয়ে জানা যায়, খাটি হাতা হাইওয়ে পুলিশের পিকআপ গাড়ির চালকের মোবাইল নাম্বার ০১৭৩৭-১৮৫৩৪৯ সিএনজি গাড়িতে ব্যবহার করে ব্রাহ্মবাড়িয়া জেলায় কয়েকশত সিএনজি গাড়ি চলে বীর দর্পে মহাসড়কে খাটিহাতা হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে দীর্ঘ দিন যাবত সাধারণ গাড়ির মহাজনদের নিকট থেকে মানতি নামক মাসোহার প্রতি মাসে উঠে কয়েক লক্ষ টাকা।.

ঢাকা সিলেট মহাসড়ক আশুগঞ্জ সিলেট মহাসড়ক নাসিরনগর ও শাহবাজপুর রোড ধরে বীর দর্পে পুলিশের সামনেই চালিয়ে যাচ্ছে, এ যেন দেখার কেউ নেই। বর্তমান সময়ে বাংলাদেশের সুনামধন্য স্বাধীন চেতনার প্রফেশনাল সাংবাদিক জনাব সাইদুর রহমান রিমন সাহেবের তথ্য চিত্র রিপোর্টে সারাদেশে ভূয়া সাংবাদিক সতের হাজারের অধিক রিপোর্ট প্রকাশ হয়। তথ্য অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার এশিয়ান মহাসড়কে চলাচলকারী সিএনজি ড্রাইভারদের সাথে আলাপকালে জানা যায়, সাংবাদিক নামধারণকারী কিছু অসাধু সাংবাদিক বিভিন্ন গোপন কোড ব্যবহার করে পুলিশের যোগ সাজুসে সাধারন অসহায় অশিক্ষিত সিএনজি গাড়ী ড্রাইভারকে তাদের গোপন কোড ব্যবহারে বাধ্য করে, না হয় হাইওয়ে মহাসড়কে তাদের গাড়ী চলতে পারবেনা। এ জন্য ঐ সাংবাদিক নামক সাংঘাতিক সাহেবকে, দিতে হয় প্রতি গাড়ী পিছু তিন হাজার টাকা। বেত বাড়িয়ার সিএনজি মহাজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দেখুন সাংবাদিক ভাই, আমার জানামতে আগে কিছুই ছিল নাÑ বর্তমানে সিএনজি নেতা নাম ধারণ করে পুলিশের দালালি করে একজন সিএনজি শ্রমিক নেতা-নিজের বাড়ীতে দোতলা বিল্ডিং করেছে, এখন বর্তমানে তিনটা কি চারটা সিএনজি গাড়ির মালিক হয়েছে। আমি এরচেয়ে বেশি কিছু বলিলে, আমাকে মিথ্যা ভাঙ্গাচোরা মামলার আসামী করা হবে। ভাই, আমি যেন বিপদে না পরি, আমার দিকে খেয়াল রাখবেন।.


খুঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক একটি মহান পেশা, একটি জাতির বিবেক। এখানে উল্লেখ্য বিষয় মিডিয়া নামধারী সাংবাদিক নামধারণ করে কয়েকশত সিএনজি গাড়ির মালিকদের নিকট থেকে প্রতি গাড়ি বাবদ তিন হাজার থেকে শুরু করে চার হাজার টাকা প্রতি মাসে নিচ্ছে। অন টেস্টের গাড়ি চার হাজার নাম্বার আছে তো তিন হাজার। এ বিষয়ে সিলেট রিজন কিশোরগঞ্জ জেলার ভৈরব হাই পুলিশের অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করলে, অফিসার ইনচার্জ তাৎক্ষণিক সময়ে আশুগঞ্জ ঢাকা মহাসড়কে অভিযান শুরু করে। ভৈরব হাইওয়ে পুলিশ কিছু গাড়ি জব্দ করে মামলা দিয়ে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়ার পরেও তারা পুনরায় মহাসড়কে গাড়ি নিয়ে উঠতেছে। গাড়ি যখন ধরা পরে, এইতো শুরু হয় মিথ্যা তাল বাহানা, আমি রোগী নিয়ে যাচ্ছিলাম, আমি গ্যাস আনার জন্য যাচ্ছিলাম, এসব ভূয়া ডাহা মিথ্যা কথা। তথ্য অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার তথ্য সংগ্রহ সময়ে সকল শ্রেনীর পেশার মানুষের সাথে আলাপকালে জানা যায়, ব্রাহ্মবাড়িয়া জেলায় গ্যাস চালিত সিএনজি প্রায় বিশ হাজার রয়েছে। অন টেস্ট গ্যাস চালিত সিএনজি গাড়ি আছে পনের হাজার, নাম্বারওয়ালা সিএনজি আছে প্রায় পাঁচ হাজার। তথ্য অনুসন্ধানে জানা যায় প্রায় তিন হাজার সিএনজি গাড়ি আছে মানতির আওতায়, মানতি করা গাড়ি কখনো পুলিশ ধরে না।.

যেমন- আরব আলী বক্স একটি নাম, যে কিনা হাইওয়ে পুলিশের পিকআপ গাড়ির ড্রাইভার দুই একজন শ্রমিক নেতা যার মোবইল নাম্বার ব্যবহার করে একাধিক গাড়ি। যেমন- আপেল পরিবহন, সিবানী স্টীকার, জিহাদ স্টীকার, জিহাদ এন্টারপ্রাইজ নামে বেনামে অনেক নাম না জানা স্টীকার চলে। হাইওয়ে রোডে থ্রি-হুইলার সিএনজি গাড়ি। মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্যকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় আনা জরুরী। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত সংস্থার সঠিক তদন্তে সড়ক ও জনপথের হাইওয়ে রোডের নিয়ম কানুুন ভঙ্গ কারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হউক।.

চলবে-..
 .

.

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার (ক্রাইম),

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ