• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

১৭ই ডিসেম্বর কুরআন পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম;
কুরআন পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 
কুরআন পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 

সিলেটের বিশ্বনাথ উপজেলার মতিনিয়া শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের ১৮তম বৃত্তি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর ২০২১ ইং রোজ শুক্রবার উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। গত ২০ সেপ্টেম্বর পরিষদের সভাপতি হাফিজ আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন মোহাম্মদ আরজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত পরিষদের সাধারণ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।.

হিফজুল কুরআন মাদরাসা সমুহের ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং পড়া শুনায় বিশেষভাবে মনযোগী করতে প্রতি বছরের ন্যায় এবারও বোর্ডের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ (বড় হুযুর)।.

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুল গফুর ও হাফিজ মাওলানা শফিকুর রহমান সিরাজী ।বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মুকিত, হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ আব্দুস সালাম, হাফিজ গিয়াস উদ্দীন, হাফিজ মাওলানা আবুল মো. ত্বোহা, হাফিজ আব্দুল বাসিত শাহিন, হাফিজ আব্দুল কাহার, হাফিজ মাওলানা হাফিজ উদ্দীন, মোহাম্মদ মুজাহিদ আহমদ মখন ও সিদ্দিকুর রহমান মানিক।.

উল্লেখ্যঃ বৃহত্তর সিলেটের হিফজুল কুরআন মাদরাসা সমুহের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দদেরকে পরীক্ষার সার্কুলার সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ