আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার শেষদিন। আগামীকাল থেকে বইপ্রেমী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে না মেলা প্রাঙ্গণ।.
এবার মেলার বিক্রি ও লোকসমাগম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রকাশক। করোনার কারণে গত দুই বছরের তুলনায় এবারের বেচাবিক্রি এবং জনসমাগম অনেক বেশি ছিল বলেও জানান তারা।.
এদিকে বই বিক্রি নিয়ে তাম্রলিপির প্রকাশক একেএম তারিকুল ইসলাম বলেন, এবারের মেলা তুলনামূলক অনেক ভালো হয়েছে। বলা যায় এবারের মেলায় শুরু থেকেই লোকসমাগম ও বেচাবিক্রি ভালো ছিল।.
ইত্যাদি প্রকাশনী স্বত্বাধিকারী আদিত্য অন্তর বলেন, এবারের মেলা নিয়ে সেভাবে হতাশার কোনো জায়গা ছিল না। সব মিলিয়ে একটি সুন্দর মেলা উপহার দিতে পেরেছে বাংলা একাডেমি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: