• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৭ পিএম;
আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও
আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ, দৃশ্যমান হবে বাংলাদেশেও

আগামীকাল মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গ্রহণটি দেখা যাবে।.

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।.

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।.

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে।.

উল্লেখ্য, সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ