
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি। .
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। বাজ মোহাম্মদ সারওয়ারি জানান, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে ৫ নারী এবং চার শিশু ছিল। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন।.
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই দেশটিতে মানবিক বিপর্যয় চলছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: