গত কয়েক সিরিজ ধরে ভালো করছে বাংলাদেশ পেস ডিপার্টমেন্ট। আর এ পেস ডিপার্টমেন্টকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। তবে গত মার্চে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে চোট পেয়ে দল থেকে ছিঁটকে পড়েন তাসকিন। এরপর তাকে বিশ্রাম দিয়ে স্কোয়াডের বাইরে রাখা হয় ইংল্যান্ডে চলমান আইরিশদের বিপক্ষে ফিরতি সফরেও।.
তবে কবে নাগাদ বল হাতে মাঠে ফিরছেন এই পেসার? মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই জানালেন সে খবর। তাসকিন বলেন, 'আল্লাহর রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুর্নবাসন চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।’.
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার আশার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের বোর্ডের আন্ডারে রিহ্যাবিলিটেশনের যে হেড, জুলিয়ান। ওর প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধানে। আল্লাহ যদি চায়, তাহলে আফগানিস্তান সিরিজে আমাকে দেখবেন। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা।’. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: