• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইউক্রেনে রাশিয়ার ১৭ হাজারের অধিক দখলদার নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম;
ইউক্রেনে রাশিয়ার ১৭ হাজারের অধিক দখলদার নিহত
ইউক্রেনে রাশিয়ার ১৭ হাজারের অধিক দখলদার নিহত

ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ২০০ দখলদার নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।.

ইউক্রেন সামরিক বাহিনী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, দেশটিতে হামলা শুরুর পর থেকে রাশিয়ার ৫৯৭টি ট্যাষ্ক, ১ হাজার ৭১০টি সামরিক যান, ১২৭টি যুদ্ধবিমান, ১২৯ টি হেলিকপ্টর এবং ৭টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন সেনারা।.

এর আগে গত শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, ইউক্রেন যুদ্ধে ১ হাজার ৩৫১ জন সৈন্যকে হারিয়েছে তারা।.

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা এখন মানবিক করিডোরের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, শহরের এই ধ্বংসযজ্ঞ পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে হয়তো ১০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।.

তিনি আরও জানান, রুশ সেনারা ক্রমাগত গোলাবর্ষণ চালিয়ে যাওয়া ১০ দিন ধরে কোনো মরদেহ সরিয়ে নেওয়া যাচ্ছে না। .

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন থেকে জানানো হয়েছে, রাশিয়া দেশটিতে হামলা চালানোর পর থেকেই বিভিন্ন শহরের লোকজন বাড়ি-ঘর ছেড়ে পাশবর্তী দেশে পালাতে শুরু করেছে। যারা দেশে ছেড়ে পালাতে পারেননি তারা বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ ইউক্রেন ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ