• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে ১ রোহিঙ্গা নিহত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম;
উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে ১ রোহিঙ্গা নিহত 
উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে ১ রোহিঙ্গা নিহত 

দিদারুল আলম( জিসান : কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে   ১ রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। রবিবার (২ এপ্রিল) ভোরে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থল-উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮/ওয়েস্ট, মেইন ব্লক-ই, সাব ব্লক-এ/৫০ এর বাসিন্দা জনৈক খায়রুল বশর এর বসত ঘরের দক্ষিনে ফাঁকা জায়গা। ভিকটিম ( মৃত) সৈয়দ আলম(৪০) পিতা-নুরুল ইসলাম, মাতা- ফাতেমা খাতুন , বর্তমান সাং-এফসিএন নং-১০১৫৩৫, মেইন ব্লক-ই, সাব ব্লক-৮/ওয়েস্ট, বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।.

স্থানীয় রোহিঙ্গারা ঘটনাস্থলে ভিকটিমের মৃতদেহ দেখিতে পায়। মৃত্যুর সংবাদ প্রাপ্ত হইয়া উখিয়া থানার এসআই মোঃ ওলিউর রহমান  বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া প্রাথমিক তদন্তে জানতে পারেন, রাত অনুমান  ১১.০০ ঘটিকায় অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী ভিকটিমের বসত ঘর থেকে ভিকটিমকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। ভিকটিম এর পরিবার ভিকটিমকে খোঁজাখুঁজি করেও কোথাও পায় নাই । এরপর  ঘটনাস্থলে ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ প্রাপ্ত হইয়া এসআই মোঃ ওলিউর রহমান মৃতদেহের সুরতহাল প্রতিবেদন  প্রস্তুত করেন। সুরতহালে জানা যায়  মৃতদেহের গলায় অর্ধেক বরাবর ধারালো অস্ত্রের দ্বারা গুরুতর কাটা জখম আছে। বুকের বাম পাশে গুলির আঘাত। বাম কনুইয়ের নিচে, বাম কব্জির নিচে জখম। বাম হাটুর নিচে এবং ডান হাটুর নিচে কাটা জখম ।  মৃত দেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হইয়াছে। ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার অভিযান  অব্যাহত আছে। থানা এলাকায়  আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।.

পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হত্যাকান্ড ঘটাতে পারে বলিয়া ধারনা করা যাইতেছে। ঘটনাটি নিশ্চিত করেছে উখিয়া থানার( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী,তিনি জানান আজ ভোরে একদল সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্প-৮/ওয়েস্ট, মেইন ব্লক-ই, সাব ব্লক-এ/৫০ এর বাসিন্দা জনৈক খায়রুল বশর এর বসত ঘরের পাকা যায়গায় ছৈয়দ আলম গুলিবিদ্ধ হলে তাকে মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ