• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনএফের প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৯ পিএম;
উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনএফের প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ
উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনএফের প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ

উপ-নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) হতে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন পেয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ। গত একদাশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফের প্রার্থী হিসাবে (নিলফামারী ১, ডোমার-ডিমলা আসন ১২) হতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।.

মনোনয়ন পাওয়ার বিষয়টি জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি ‘ঠাকুরগাঁও-৩’ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) হতে প্রতিদ্বন্দ্বিতা করবো। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে পদার্পণ করেছি আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই।.

এর আগে বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তের কারণে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত ঠাকুরগাঁও-৩ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।.

ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।.

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি। সবগুলো আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।.

.

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ