আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে জোর দিয়ে আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি করতে হবে। কমিটিতে ত্যাগী, দুঃসময়ের কর্মীকে প্রাধান্য দিতে হবে। আত্মীয়-স্বজন ও মুখ দেখে নেতা বানাবেন না। কাজ দেখে নেতা বানাবেন।.
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।.
প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, আ.লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। এরা তারাই যারা সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, নষ্ট রাজনীতির ধারক ও বাহক। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশে কোনো অপশক্তিকে আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না, তাদের সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে।.
তিনি আরও বলেন, সারা বছর, প্রতিদিনই কর্মসূচি থাকবে আওয়ামী লীগের। জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, রাজপথ ছাড়বেন না, শহর ছাড়বেন না। সতর্ক থাকবেন প্রতিদিন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: