কাশ্মীরে ২৪ ঘণ্টায় পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে।.
শনিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে রবিবার ভোর ৪টার মধ্যে পাঁচ বার কেঁপে উঠে কাশ্মীরের মাটি। .
ভারতের ভূকম্পতত্ত্ব সর্বেক্ষণ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল আলাদা আলাদা জায়গায়। ভূমিকম্পগুলোর তীব্রতা কম থাকায় কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।.
শনিবার দুপুর ২টায় প্রথমবার কেঁপে ওঠে উপত্যকার মাটি। রিখটার স্কেলে ৩.০ মাত্রার ভূমিকম্প ছিল সেটি। প্রাথমিকভাবে মনে করা হয় ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল শ্রীনগর জাতীয় সড়কের ধারে অবস্থিত রামবান জেলায়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল ছিল লাদাখের উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। রিখটার স্কেলে তীব্রতার মান ছিল ৪.৫। .
এর মাত্র ১৫ মিনিটের পরে আরও একটি ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় কাশ্মীরে। এনসিএস জানায়, এই ভূমিকম্পের উৎসস্থল কাশ্মীরের ডোডা অঞ্চল। .
শনিবার গভীর রাতে ৪.১ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় কাশ্মীরে। কম্পনের উৎসস্থল লেহ্'র উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। পঞ্চম ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় রবিবার ভোর ৪টায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: