ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রমজান কাদিরভের চেচেন বাহিনীর ১৩০০ সেনার একটি বিশাল বহর খেরসন অঞ্চলের দিকে গেছে।.
পশ্চিমারা গত কয়েকদিন ধরে জানাচ্ছেন ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে খেরসনে এখন বেকায়দায় রয়েছে রুশ সেনারা। এরপরই জানা গেল সেখানে গেছে ১৩০০ চেচেন সেন। .
খেরসনে চেচেন সেনাদের আসার ব্যাপারে ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, কথিত কাদিরভস্ত বাহিনীর ১ হাজার ৩০০ সেনা খেরসনে এসেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: