দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।.
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।.
বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরের মধ্যে ঢাকায় ২০৪ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৮৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।.
একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫ হাজার ৮১১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪ হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫২ জন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: