ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার নামক স্থানে শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভি'র শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫৫) গাছ পড়ে নিহত হন ও তাঁর পুত্র জয় বর্ধন (২০) গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিক্রমজিৎ বর্ধন (৫৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের ধীরেন্দ্র বর্ধনের ছেলে । প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বিক্রমজিৎ বর্ধন তাঁর নিজ ছেলে জয় বর্ধন (২০)'কে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল ফিরছিলেন। তাঁর ছেলে জয় বর্ধন পরিবার-পরিকল্পনা বিভাগে চাকরির লিখিত পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে পিতা-পুত্র শ্রীমঙ্গলে নিজ বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হয়ে মোকামবাজার এলাকায় পৌঁছালে,শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশে মোকামবাজার নামক স্থানে চোরচক্র কর্তৃক কর্তনরত অবস্থায় একটি গাছ সংবাদমাধ্যম কর্মী বিক্রমজিৎ বর্ধন এর চলন্ত মোটরসাইকেলের উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং এসময় তাঁর ছেলে জয় বর্ধন (২০) আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহত জয় বর্ধনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন,'নিহত বিক্রমজিৎ বর্ধন (৫৫) এর লাশ পুলিশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত সাংবাদিক পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সুক্ষ্ম তদন্তের মাধ্যমে অপরাধীদের চিন্হিত করে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন,'মহাসড়কে গাছ কাটার কিছু নির্দেশনা রয়েছে। সেটা না মেনে কে বা কারা গাছ কেটেছে,তা নিহতের পক্ষের অভিযোগ পাওয়ার পরই আমরা এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো'।.
ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: