• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষার করার সময় দুবাইতে আটক ২০২ জন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:০১ পিএম;
ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষার করার সময়  দুবাইতে আটক ২০২ জন
ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষার করার সময় দুবাইতে আটক ২০২ জন

কে.এম. আহসান দুবাই থেকে : ট্যুরিস্ট ভিসায় গিয়ে দুবাইতে ভিক্ষা করার সময় আটককৃত ভিক্ষুকদের ছবি প্রকাশ করেছে দুবাই পুলিশ।.


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহে ২০২ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। যার মধ্যে বেশিরভাগই ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে এসেছিলেন। তবে পুলিশের ভিক্ষা বিরোধী বিশেষ অভিযানে তারা হাতেনাতে ধরা পড়েছেন। ২৭ মার্চ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।.

 .

দুবাই পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার আলী সালেম আল সামসি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে অধিক অর্থ পাওয়ার আসায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি করছিলেন আটককৃত এসব ভিক্ষুক। তারা মূলত পেশাদার ভিক্ষুক নন। রমজান মাসে দুবাইয়ের ধনীব্যাক্তিরা অসায় দুস্থদের সহায়তা করে থাকেন। এই সুযোগটি কাজে লাগিয়ে ভিক্ষুক সেজে তারা প্রতারণা করছিলেন।.


রমজানের প্রথম দুই সপ্তাহে যে, ২০২ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পুরুষ হলেন ১১২ জন। আর নারী ৯০ জন।
দুবাইয়ে ভিক্ষাবিরোধী কঠোর আইন রয়েছে। এখানে ভিক্ষা নিষিদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষকে ভিক্ষা প্রদান না করতেও উদ্বুদ্ধ করা হয়।.

 .

দুবাই পুলিশের তথ্য অনুযায়ী, যারা নির্দেশনা অমান্য করে ভিক্ষা করবেন এবং ধরা পড়বেন তাদের ৫ হাজার দিরহাম, (প্রায় দেড় লাখ টাকা) জরিমানা দিতে হবে। সঙ্গে অভিযুক্তদের তিনমাসের বেশি কারাদণ্ড দেওয়া হবে।
আর যে সব চক্র অন্য দেশ থেকে সাধারণ মানুষকে এনে ভিক্ষাবৃত্তির মতো পেশায় নিয়োজিত করবে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা করা হবে।.

 .

দুবাই পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার আল সামসি অনুরোধ করেছেন, সন্দেহজনক কাউকে ভিক্ষা করতে দেখলে যেন, তাদের অবহিত করা হয়। এই কর্মকর্তার মতে, বেশিরভাগ ভিক্ষুকই বানানো গল্প সাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকেন। তবে গ্রেপ্তারকৃত ভিক্ষুককেরা কোন দেশের নাগরিক সে বিষয়ে সঠিক কিছু বলেননি। .

সূত্র: খালিজ টাইমস. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ