
স্টাফ রিপোর্টার : অনলাইন নিউজ পোর্টাল ডে-নাইট নিউজ, ডে-নাইট যুব সংস্থা ও সাকাফি ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার ডে-নাইট নিউজ এর নিজ কার্যালয়ে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে জাঁকজমক ভাবে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ডে-নাইট নিউজ, ডে নাইট যুব সংস্থা ও সাকাফি ফাউন্ডেশনের সাংবাদিক কলাকৌশলী এবং পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সহ বিভিন্ন টেলিভিশনের শিল্পীরা গান পরিবেশন করেন। তার মধ্যে কয়েকজন গুনি শিল্পী জয় প্রকাশ মন্ডল, প্রতিভা রানী, সানী নোভা সহ আরো অনেক শিল্পী।.
বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যাহ বিরতির পর ইসরাইল কর্তৃক গাঁজায় বোমা মেরে নিরীহ নারী পুরুষ ও শিশুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ডে-নাইট নিউজের পরিবারসহ স্থানীয় লোকজন অংশ নেন। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তানে হত্যাযজ্ঞ বন্ধ ও দ্রুত স্বাধীন ফিলিস্তান ঘোষণা করা জন্য জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে জোর দাবি জানান। .
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডে-নাইট নিজের প্রকাশনা সম্পাদক মো: সাদিকুল ইসলাম সাদিক,উপস্থাপনায় ছিলেন সাংবাদিক সূর্য আহম্মদ মিথুন। .
.
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডে-নাইট নিউজের সাংবাদিক মো: রফিকুল ইসলাম, কাজী তানজিলা হোসাইন, সুমন সরকার, কাজী আহসান উল্ল্যাসহ আরো অনেকে।
সবশেষে রেফেল ড্র ও কেক কাটার মাধ্যমে বর্ষবরণ উৎসব সমাপ্তি ঘোষণা করা হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: