• ঢাকা
  • শুক্রবার, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় মৃত বেড়ে ১৪,  হাসপাতালে গেলেন নৌ প্রতিমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৯ এএম;
ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় মৃত বেড়ে ১৪,  হাসপাতালে গেলেন নৌ প্রতিমন্ত্রী
ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় মৃত বেড়ে ১৪,  হাসপাতালে গেলেন নৌ প্রতিমন্ত্রী

ঢাকা সিলেট হাইওয়ের নাজির বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় স্পটেই ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ। আহত বাকিদের কে ওসমানী মেডিকেলে পাঠানো হলে আরো ৩ জন মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মোট মৃতের সংখ্যা ১৪ তে দাড়িয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার শংকা রয়েছে। দূর্ঘটনা কবলিত নিহত ও আহত ব্যক্তিরা সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া, মধুপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে নিহত ও আহতদের স্বজনরা খবর পেয়ে ওসমানী হাসপাতালে জড়ো হচ্ছেন। হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।  স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। .

৭ জুন ২০২৩ ইং সকালে ওসমানী নগরের নাজীর বাজার এলাকায় ট্রাক ও পিক-আপভ্যানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। .

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক ও সিলেট থেকে ওসমানীনগর মুখি পিক-আপের মধ্যে ভোর সাড়ে ৬ ঘটিকা নাগাদ কুতুবপুর এলাকায় মারাত্মক এই দূর্ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনাটি ঘটে। .

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের টিম, ওসমানী নগর থানা পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পাশাপাশি মৃতদের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।.

এদিকে সংঘর্ষে নিহত ও আহতদের খুঁজ নিতে ওসমানী মেডিকেল হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আহতদের উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। নিহত নারী পুরুষের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। .

.

ডে-নাইট-নিউজ / সিলেট থেকে নিজস্ব প্রতিবেদকঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ