তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।.
এএফপি জানিয়েছে, ওসমানিয়ে প্রদেশে ৫ জন ও সিরিয়ার সঙ্গে থাকা তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত সানলিউরফাতে আরও ১০ জন মারা গেছে।.
এদিকে সিরিয়ার অ্যাটমেডের একজন চিকিৎসক বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, শুধুমাত্র উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরেই অন্তত ১১ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। ‘আমরা আশঙ্কা করছি, মৃতের সংখ্যা শতাধিক’।.
স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে এ ভূমিকম্প আঘাত হানে।.
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক টুইটারে বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ’ ‘আশা করি খুব দ্রুত কম ক্ষতিসহ একসঙ্গে এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠব’।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: