গতকাল সোমবার ভোরে তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পে প্রতিবেশী দেশ সিরিয়াতেও বহু মানুষের প্রাণহানি ঘটেছে।.
ভূমিকম্পের ঘটনায় সাত দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক ভূমিকম্পে হতাহতদের জন্য আগামী সাত দিন শোক পালন করবে। .
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এরদোয়ান ঘোষণা দেন, সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: