আদালতের অনুমতি নিয়ে সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন বলে হাইকোর্টকে জানিয়েছেন তার আইনজীবী।.
এ তথ্য জানানোর পর বিদেশ যাওয়ার জন্য বিচারিক আদালতের দেওয়া অনুমতি বাতিল চেয়ে দুদকের আবেদন বুধবার (২ আগস্ট) সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।.
সম্রাটের আইনজীবীর হলফনামায় বলা হয়, আদালত থেকে পাসপোর্ট ফেরত পাওয়ার পর তিনি ১৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের কলকাতায় যান। এরপর ২৪ জুলাই ফিরে এসে আদালতে পাসপোর্ট জমা দেন।.
এ তথ্য জানানোর পর দুদকের আবেদন সরাসরি খারিজ করে দেন বেঞ্চ।.
আদেশের বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুদকের আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। আর বলেছেন- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বিচার দ্রুত শেষ করতে।.
এর আগে ১ জুন এ মামলায় ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬- এর বিচারক মঞ্জুরুল ইমাম। একইসঙ্গে আদালত সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।.
এ আদেশ বাতিল চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করেছিল দুদক। আবেদনের পর ১৬ জুলাই সম্রাটের আইনজীবী জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য ১৫ জুলাই ভারতের কলকাতায় গেছেন। আর ২৫ জুলাই তার দেশে ফেরার কথা।.
এরপর হাইকোর্ট আবেদনের ওপর শুনানি ১ আগস্ট পর্যন্ত মুলতবি রাখেন।.
এ মামলায় গত বছরের ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬- এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে সম্রাটকে জামিন দেন।.
জামিনের ক্ষেত্রে সম্রাটকে কয়েকটি শর্ত দেওয়া হয়। শর্তগুলো হচ্ছে- তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে; আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। জামিনে কারামুক্ত হয়ে গত বছরের ২৬ আগস্ট দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।ব্যাটালিয়ন (র্যাব)।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: