• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দেশে সারের দাম বাড়ানোর কোন প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৬ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২১ পিএম;
দেশে সারের দাম বাড়ানোর কোন প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
দেশে সারের দাম বাড়ানোর কোন প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী

দেশে সারের দাম বাড়ানোর কোন প্রস্তাব মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।.

আজ বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।.

কৃষিমন্ত্রী জানান সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া লাগবে, এই ভর্তুকি কমাতে অর্থ মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হচ্ছে। আপনারা সারের দাম বাড়াতে চাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর কথা কে বলেছে? উনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন আমার জানা নেই, আপনারা কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন।.

ভর্তুকি কমানোর জন্য আপনার পরামর্শ কী, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে ভর্তুকি কী পরিমাণ লাগবে সেটা আমি জানি না। দাম বাড়ানো বা কমানোর বিষয়ে প্রস্তাব আমাদের কাছে আসেনি। এলে হয়তো জানতে পারতাম আমাদের কী পরিমাণ অর্থ লাগবে।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ