• ঢাকা
  • বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নতুন গানে ফয়সাল রদ্দির আবারও ফিরে আসা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম;
নতুন গানে ফয়সাল রদ্দির আবারও ফিরে আসা
নতুন গানে ফয়সাল রদ্দির আবারও ফিরে আসা

ওয়েব সিরিজের টাইটেল গানের মধ্য দিয়ে আবারও ফিরছেন ফয়সাল রদ্দি। ইনফিনিটি সিজন ২ এর টাইটেল ট্র‍্যাকের মধ্য দিয়ে ফিরছেন তিনি।.

ফয়সাল রদ্দির শুরুটা জানতে হলে ফিরে যেতে হবে ২০০৯ সালে। লন্ডনে বসে জনপ্রিয় র‍্যাপার তৌফিক আহমেদের সাথে তিনি শুরু করেন রাজত্ব ব্যান্ডের কাজ। খুব দ্রুতই “রাজত্ব” জনপ্রিয়তা পেতে শুরু করে হিপহপ শ্রোতাদের কাছে। ২০১০ সালেই ফয়সাল শেষ করেন তার প্রথম অ্যালবামের কাজ যেটা কম্পোজ করেছিলেন ব্রিটিশ মিউজিশিয়ান গ্যারেথ রেডফার্ন। এছাড়াও ২০১৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম “দাসত্ব” রিলিজ করেন । ফয়সালের এই মিউজিক্যাল জার্নি আরো বেশি অনুপ্রাণিত করেছে তাকে তার লন্ডনের মিউজিক্যাল কমিউনিটি।.

তবে শুধু গানের কথা দিয়ে ফয়সালকে বিচার করলে চলবে না। কারণ ফয়সাল একাধারে গীতিকার, গায়ক, র‍্যাপার এবং একজন স্বাধীন নির্মাতা।.

তার তৈরী গান যেভাবে মানুষ ভালোবেসে গ্রহন করেছেন। ঠিক তেমনি তার সিনেমা “পাঠশালা” পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুধু প্রদর্শিতই হয়নি। আলোচক-সমালোচক সবার মাঝে অন্য রকম এক আলোচনার বিষয়বস্তু হিসেবে নিজের জায়গা করে নেয়। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের স্বীকৃতি নিয়ে পাঠশালা সিনেমাটি ঘুরে বেরিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। পাঠশালা চলচ্চিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত “আমার ভাষায় চলচ্চিত্র উৎসবে” সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্রনির্মাতা এ দুটো ক্যাটাগরিতে মনোনীত হয়। এছাড়াও চলচ্চিত্রটি “ভারত বাংলাদেশ যৌথ ফিল্ম এ্যাওয়ার্ড”সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্র নির্মাতা এ দুটো ক্যাটাগরিতে মনোনীত হয়। বর্তমানে তিনি তার নতুন চলচ্চিত্র “যাযাবর” মুক্তির কাজ নিয়ে ব্যস্ত আছেন।.

এখন বরং সিনেমার গল্প থেকে আবার একটু গানে ফিরে আসা যাক। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্যে আমি বাংলাদেশ, বাঘ আইলো রে, গর্জন গানগুলো ফয়সাল রদ্দিকে হাজারও শ্রোতার সাথে পরিচয় করিয়ে দেয়। এছাড়াও ২০১৩ সালে শাহবাগ আন্দোলনে তার গান তরুণদের ভীষণ আন্দোলিত করে। উল্লেখ্য, ফয়সাল রদ্দির গান, ২০১৩ সালে শাহবাগ আন্দোলনে তরুণ মনে ব্যাপক সাড়া ফেলে। সেসকল গানের মধ্যে উল্লেখযোগ্য, বিদ্রোহী ও স্লোগান ফয়সাল রদ্দির লেখা ও সুর করা গানগুলোর মধ্যে মধ্যে অন্যতম, “একটা মজার দেশ”, কন্ঠ: তুলি, চলচ্চিত্র : পাঠশালা; “তুই ভুলে থাকিস”, কন্ঠ:ঋতুরাজ, জেফার রহমান, চলচ্চিত্র: পাঠশালা;
“বায়না” কন্ঠ: অদিত রহমান।.

ফয়সাল রদ্দির গাওয়া অনম বিশ্বাসের লেখা ও অমিতাভ রেজা নির্মিত গ্রামীনফোনের নির্ঘুম চোখ জানালায় জিঙ্গেল ক্যাম্পেইনটি বেশ জনপ্রিয়তা পায়। পাশাপাশি “পায়ের নিচে মাটি নাই” ও “নদী” তার অন্যতম জনপ্রিয় র‍্যাপ গান।.

ফয়সাল রদ্দি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন সলো র‍্যাপ অ্যালবাম “সাধু” এর কাজ নিয়ে। বলা যায়, শুধু চিত্ত জাগানিয়া গান নয়, নাগরিক চেতনাবোধ ও সমাজ সচেতনতা পরিলক্ষিত হয় তার ব্যক্তি জীবনেও। ২০১৬ সাল থেকে তিনি মেইট ফাউন্ডেশনের জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন।চলচ্চিত্র নিয়ে জিজ্ঞেস করলে ফয়সাল রদ্দি বলেন, “পাঠশালা চলচ্চিত্র মুক্তির প্রায় অর্ধদশক পেরিয়ে যাবার পর যখন চলচ্চিত্রটি “বঙ্গ’র” ইউটিউব চ্যানেলে আপলোড হল, তখন অসংখ্য দর্শকের এ্যাপরিসিয়েশন ও চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে দর্শকদের দারুণ প্রতিক্রিয়া দেখে খুব আনন্দ হয়। আমি দশর্কদের প্রতি কৃতজ্ঞত যে তারা ভালোবেসেছে মানিককে। মানিকরা জিতে যাক এই সমাজের।. .

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ